বগুড়ায় বর্ষাকে বরণ করলো আমরা ক'জন শিল্পীগোষ্ঠী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ জুন ২০১৯ ১৪:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৮ বার।

বগুড়ায় আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র আয়োজনে মালতিনগরস্থ পুরাতন শিল্পকলা একাডেমী মিলনায়তনে বর্ষা ভিত্তিক কবিতা আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান ‘বর্ষা মঙ্গল’ অনুষ্ঠিত হয়।  বিকেলে অনুষ্ঠানের শুরুতেই আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র প্রতিষ্ঠাতা সভাপতি নৃত্যগুরু আব্দুস সামাদ পলাশ, বগুড়া থিয়েটার-এর সভাপতি এ এইচ আযম খান এবং বিশিষ্ট তবলা শিল্পী শ্রী নিতাই চন্দ্র দাস-এর বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।  আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র সিনিয়র নৃত্যশিল্পী ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা বগুড়া জেলা শাখার সভাপতি জর্জেট বুলবুল ব্যাপারী’র সভাপত্বিতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া’র সহ-সভাপতি গৌতম কুমার দাস, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক এ বি এম জিয়াউল হক বাবলা, আমরা ক’জন ফাউন্ডেশন-এর চেয়ারপার্সন মাহফুজা পলাশ, সংগঠনের অভিভাবক লায়ন মোঃ ওয়াজেদ আলী, লায়ন মোঃ রাকিব হোসেন। সম্মানিত অতিথিদের বক্তব্যের পাশাপাশি বর্ষা ভিত্তিক কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে সংগঠনের শিল্পীরা। লায়ন আব্দুল মোবিন জিন্নাহ্-এর পরিচালনায় কবিতা আবৃত্তি পরিবেশন করে তিহাম, নাবিল, নিলয়, যাহ্রাহ্ মাহ্ফুজ, রোদেলা, স্বপ্নীলা, নুহা, ইউশা নাসিদ, মেধা। মাহাবুব হাসান সোহাগ-এর পরিচালনায় নৃত্য পরিবেশন করে মেঘা, নেহা, নুহা, দিপা, অংলকার, শ্রেষ্ঠা, মুমু, দ্যুতি, মাহিয়া, অনুশা রায়, রূপন্তী দাস, গোধূলী, এ্যালিস, মাহতারিমা, সৌম্য, বুশরা, তুরা, স্নেহা, ত্রয়ী, সোনালী, নিহা, মালিহা, নিধী, আরাধ্য, আদিবা, রিপন, আরমান, ইমরান, জনি প্রমুখ। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র নৃত্য প্রশিক্ষক মাহাবুব হাসান সোহাগ।