নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থাঃ অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী

পুণ্ড্রকথা রিপোর্টঃ
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৮ ১৩:০২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৮৩ বার।

আগামী নির্বাচনকে কেন্দ্র করে কেউ যাতে নাশকতার চেষ্টা করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন বগুড়া পুলিশের সদর সার্কেলের সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী। তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন আসছে। সেই নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দর করতে আমরা কাজ করে যাচ্ছি। এক্ষেত্র প্রত্যেক এলাকার জনগণকেও সজাগ থাকতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে যদি কেউ নাশকতার চেষ্টা করে তাহলে কঠোর হস্তে দমন করা হবে।’

শুক্রবার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে মাদক, সন্ত্রাস এবং জঙ্গীবাদ বিরোধী এক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন।  স্থানীয় কমিউনিটি পুলিশিং ফোরাম ওই সমাবেশ আয়োজন করে।  

রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান।  এতে বিপুল সংখ্যক সাধারণ মানুষ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ সদস্য আবু বকর সিদ্দিক, বগুড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওছমান গণি ও কাজী মামুনুর রশীদ। বক্তারা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিয়ে এবং ইভটিজিংয়ের  বিরুদ্ধে তাদের জোরালো অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।