চার দফা দাবিতে ছাত্রলীগের পদবঞ্চিতদের আমরণ অনশন শুরু

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০১৯ ১৫:০০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৬ বার।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে বিতর্কিতদের বাদ দিয়ে কমিটি পুনর্গঠনসহ চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালনরত পদবঞ্চিতরা আমরণ অনশন শুরু করেছেন।

অবস্থান কর্মসূচির টানা এক মাস তিন দিন পরেও দাবি পূরণ না হওয়ায় এবার আমরণ অনশন শুরু করেছেন বলে জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে। পদবঞ্চিতদের একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

আমরণ অনশন কর্মসূচিতে সংগঠনটির সাবেক কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের অনন্ত ২৫-৩০ জন নেতাকর্মী রয়েছেন। পদবঞ্চিতরা শুক্রবার দুপুর দুইটা থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেন।

চার দফা দাবিগুলো হলো- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সুযোগ; শূন্য ঘোষিত ১৯টি পদ ছাড়াও অন্য বিতর্কিতদের নাম-পদবিসহ প্রকাশ, বিক্ষুব্ধদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে বিতর্কিতদের জায়গায় পদায়ন এবং মধুর ক্যানটিন (১৩ মে) ও টিএসসিতে (১৯ মে) বিক্ষুব্ধদের ওপর হামলার বিচার করা।

এর আগে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছিলেন। যেখানে দাবি মানতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন পদবঞ্চিতরা। তবে এই সময়ের মধ্যে আওয়ামী লীগ বা ছাত্রলীগের কোন দায়িত্বশীল নেতার আশ্বাস না পাওয়ায় ঘোষণা অনুযায়ী আমরণ অনশন কর্মসূচি শুরু করেন।

এ বিষয়ে জানতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বনীকে একাধিকবার কল দিলেও তারা ফোন ধরেননি।

গত ১৩ মে ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলে বিবাহিত, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, চাকরিজীবী ও বিভিন্ন মামলার আসামিদের পদ পাওয়াসহ নানা অভিযোগ এনে তা পুনর্গঠনের দাবিতে আন্দোলন শুরু করেন এতে স্থান না পাওয়া ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতারা।