পদ্মা সেতুর ২ কিলোমিটারের বেশি দৃশ্যমান হলো

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০১৯ ১৪:০২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০০ বার।

পদ্মা সেতুতে ১৪ তম স্প্যান বসানো হয়েছে। ফলে পদ্মা সেতু এখন ২ হাজার ১০০ মিটার দৃশ্যমান হলো।

শনিবার বিকেল ৪টার দিকে নদীর মাওয়া প্রান্তে ১৫ ও ১৬ নম্বর খুঁটিতে ১৪ তম স্প্যানটি বসানো হয়। এখন পর্যন্ত সেতুর জাজিরা প্রান্তে নয়টি, মাওয়া প্রান্তে একটি অস্থায়ী, তিনটি স্থায়ী ও নদীর মাঝে একটি স্প্যান বসানো হয়েছে। খবর দেশ রুপান্তর।

সেতু বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. হুমায়ূন কবির জানান, বৃহস্পতিবার ১৪ তম স্প্যানটি বসানোর নির্ধারিত দিন থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সেদিন বসানো যায়নি।

অন্যদিকে, ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ভাসমান ক্রেন দিয়ে স্প্যানটি ১৫ ও ১৬ নম্বর পিয়ারের কাছে নেওয়ার সময় খুঁটির কাছে ডুবো চরে আটকে যায় ক্রেনটি। এর পর নদী খননের কাজ শুরু হয়। শনিবার সকাল থেকে স্প্যানটি ওঠানোর কার্যক্রম শুরু হয়।

মো. হুমায়ূন কবির জানান, এ নিয়ে চলতি বছরের ছয় মাসে আটটি স্প্যান বসানোর কাজ শেষ হলো।

সবশেষ গত ২৫ মে ১৩ তম স্প্যানটি বসানো হয়েছিল। এদিন মাওয়া প্রান্তে ১৪ ও ১৫ নম্বর পিয়ারের ওপর বসানো হয় এই স্প্যান। তখন সেতুর ১ হাজার ৯৫০ মিটার দৃশ্যমান হয়।

১৪ তম স্প্যান বসানোর ফলে পদ্মা সেতুর ২ হাজার ১০০ মিটার দৃশ্যমান হয়েছে।