মায়ের অবিশ্বাস্য গতি বাঁচালো শিশুটিকে

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০১৯ ১৪:১৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৭ বার।

রেলিংয়ের ফাঁক দিয়ে পড়ে যাচ্ছে ছোট্ট একটা শিশু। অবিশ্বাস্য গতিতে ছুটে তার পা টেনে ধরলেন এক নারী। শেষ পর্যন্ত শিশুটিকে অক্ষত অবস্থায় টেনেও তুললেন। সম্প্রতি এমনই এক ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের। 

ঘটনাটি ঘটেছে কলম্বিয়ার মেডেলিনে। সিসিটিভি ধারণকৃত ওই ঘটনা থেকে জানা গেছে, একজন মা তার ছোট্ট সন্তানের হাত ধরে  লিফট থেকে একটি ভবনের পাঁচতলায় নামেন । ভিডিওতে দেখা গেছে, সন্তানের হাত ধরা থাকলেও মা ফোনে কথা বলতে বলছিলেন। হঠাৎ করে শিশুটি মায়ের হাত ছেড়ে রেলিংয়ের কাছাকাছি এসে দাঁড়ায়।মা অদূরে দাঁড়িয়ে থাকলেও শিশুটি লক্ষ্য করছিলেন। শিশুটি রেলিংয়ের ফাঁক দিয়ে নীচে উঁকি মারে। কিন্তু ওই মুহূর্তে সে ভারসাম্য হারিয়ে ফাঁক দিয়ে পড়ে যায়। সেকেণ্ডের মধ্যে তীব্র গতিতে মা ছুটে এসে শিশুটির পা আঁকড়ে ধরে। এরপর নিরাপদে তাকে টেনে তুলতেও সক্ষম হন।   

সিসিটিভির ওই ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। অনেকেই শিশুটিকে রক্ষা করার জন্য মাকে ধন্যবাদ জানাচ্ছেন। অনেক আবার মায়ের অভিভাবকত্ব নিয়ে সমালোচনাও করছেন। 

একজন মন্তব্য করেছেন, ‘একমাত্র মায়েরাই এটা করতে পারে। হে সাহসী নারী, আপনাকে অভিবাদন’ ।

আরেকজন লিখেছেন, ‘ এই মা সেরা ক্যাচ ধরার পুরষ্কার পাওয়ার যোগ্য’।

ঘটনার পর পরই ওই ভবন কর্তপক্ষ রেলিংয়ের ফাঁকা জায়গা ধাতব বার দিয়ে আটকে দিয়েছেন। সূত্র : এনডিটিভি