'চোখ মেলেছেন এরশাদ, দোয়া চেয়েছে পরিবার'

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০১৯ ১৪:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৪ বার।

সুস্থ হয়ে উঠছেন সাবেক রাষ্ট্রপতি, সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন এরশাদকে দেখে বের হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের একথা জানান বলে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। খবর সমকাল অনলাইন।

এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সুস্থ হয়ে উঠছেন সাবেক রাষ্ট্রপতি, সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। সিএমএইচে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে সাবেক এই রাষ্ট্রপতিকে।

এতে বলা হয়, সিএমএইচের চিকিৎসায় সন্তোষ প্রকাশ করে জিএম কাদের বলেন- চিকিসকরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। হুসেইন মুহম্মদ এরশাদ চোখ মেলেছেন, দু'একটি কথাও বলেছেন। এছাড়া চিকিৎসকদের প্রশ্নের জবাবও দিচ্ছেন পল্লীবন্ধু।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চিকিৎসকদের বরাত দিয়ে জিএম কাদের বলেন- এই মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য পল্লীবন্ধুকে বিদেশে নেয়ার প্রয়োজন নেই।  হুসেইন মুহম্মদ এরশাদ চিকিৎসক ও নিকট স্বজনদের সাথে কথা বলেছেন।

এতে আরও জানানো হয়, এর আগে সংসদে বিরোধী দলীয় উপনেতা বেগম রওশন এরশাদ, ছেলে সাদ এরশাদ, গোলাম মোহাম্মদ কাদের এর স্ত্রী শেরিফা কাদের পল্লীবন্ধুর সাথে কথা বলে আইসিইউ থেকে বেরিয়ে আসেন। বেগম রওশন এরশাদ দেশবাসীর কাছে পল্লীবন্ধুর রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন ৮৯ বছর বয়সী রাজনীতিক নেতা এরশাদ। রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় এবং লিভারের সমস্যায় উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুরেও যেতে হয়েছিল তাকে। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২২ জুন তাকে সিএমএইচে ভর্তি করা হয়।