পাকিস্তানের কঠিন বাধা হবে বাংলাদেশ: আফ্রিদি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০১৯ ০৯:৫৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৩ বার।

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে সেমি-ফাইনালের আরো আশাবাদী হয়ে উঠেছে পাকিস্তান। তাদের লক্ষ্য এখন লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারানো। কিন্তু ম্যাচটি খুব কঠিন হবে বলে সরফরাজ আহমেদদের সতর্ক করে দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

শনিবার লিডসের হেডিংলিতে নখ কামড়ানো উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ ওভারে আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেটের জয় পায় পাকিস্তান। এই জয়ে বিশ্বকাপে সেমি-ফাইনালের সম্ভাবনা আরো জোরালো দলটি দল। আট ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডকে টপকে টেবিলের চারে চলে এসেছে তারা।

লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ ছন্দে থাকা বাংলাদেশ। সেমিতে পৌঁছাতে ওই লড়াইয়েও জিততে হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। সেই সঙ্গে কামনা করতে হবে স্বাগতিক ইংল্যান্ডের ব্যর্থতা।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি খুবই কঠিন হবে বলে বিশ্বাস পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার আফ্রিদির- “তারা (বাংলাদেশ) অনেক উন্নতি দেখিয়েছে। টুর্নামেন্টে এখন পর্যন্ত ভালো খেলেছে। আগামী ম্যাচে তারা পাকিস্তানকে কঠিন পরিস্থিতিতে ফেলে দিতে পারে।”

বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটি হবে ৫ জুলাই, লন্ডনের লর্ডসে।