ধুনটে বিদ্যুৎপৃষ্টে শ্রমিকের মৃত্যু

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুন ২০১৯ ১১:৩৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩৬ বার।

বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুৎপৃষ্টে এনামুল হক (১৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শুভ ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। নিহত এনামুল উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর গ্রামের পশ্চিমপাড়ার ইন্টু প্রামানিকের ছেলে।

শুভ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক পৌর কাউন্সিলর আলী আজগর মান্নান বলেন, ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলায় থাই দিয়ে রুমের পার্টিশন তৈরী করা হচ্ছে। থাই মিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করছিল এনামুল। দুপুর ১টায় থাই কাটার জন্য বোর্ড থেকে বিদ্যুৎসংযোগ নিতে গিয়ে সে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তিতে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় বিকেল ৩টায় তার মৃত্যু হয়। 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, বিদ্যুৎপৃষ্টে শ্রমিকের মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় কোন অভিযোগ দায়ের হয়নি।