হাইকোর্টে জামিন নিতে গিয়ে কারাগারে ডিআইজি মিজান

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০১৯ ১১:১৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৩ বার।

বরখাস্ত ডিআইজি ডিআইজি মিজানুর রহমানের জামিন আবেদন খারিজ করে তাকে পুলিশে হস্তান্তর করেছেন আদালত।

ডিআইজি মিজান সোমবার দুদকের করা দুর্নীতির মামলায় আগাম জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ জামিনের আবেদন খারিজ করে তাকে তাৎক্ষণিকভাবে পুলিশে হস্তান্তরের নির্দেশ দেন।

গত বছরের জানুয়ারিতে এক নারীকে জোর করে বিয়ের পর নির্যাতন চালানোর অভিযোগে ডিএমপির অতিরিক্ত কমিশনারের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়।

তার অবৈধ সম্পদের অনুসন্ধানে থাকা এক দুদক কর্মকর্তাকে ৪০ লাখ টাকা ঘুষ দেওয়ার কথা নিজেই ফাঁস করে সম্প্রতি নতুন করে আলোচনায় আসেন ডিআইজি মিজান।

তার পক্ষে হাইকোর্টে শুনানি করেন আইনজীবী মমতাজ উদ্দিন মেহেদী।