এরশাদ জীবিত আছেন, গুজব ছড়াবেন না: জিএম কাদের

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০১৯ ১১:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৫ বার।

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জীবিত আছেন বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার ছোট ভাই জিএম কাদের।

জিএম কাদের বলেন, ‘তার অবস্থা স্থিতিশীল। তবে তার অবস্থা নিয়ে গুজব না ছড়াতে আমি সবার কাছে অনুরোধ করছি এবং কোনো ধরনের গুজবে কান দেবেন না।’

সোমবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এরশাদের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জিএম কাদের।

তিনি বলেন, ‘তার ফুসফুস সংক্রমণ ‍উন্নতি হয়েছে কিন্তু কিডনি সংক্রমণ বেড়েছে। তার সামগ্রিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। দ্রুত তার শারীরিক অবস্থার উন্নতি হবে।’

জিএম কাদের আরও বলেন, ‌‘হাসপাতালের চিকিৎসকরা তাকে বিদেশে নেয়ার পরামর্শ দেননি এবং তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাজ করছেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ নেতাকর্মীরা।

৮৯ বছর বয়সী রাজনীতিক এরশাদ প্রায় বছর খানেক ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। একাদশ নির্বাচনের আগে তিন দফায় সিঙ্গাপুরে চিকিৎসা নেন। ভোটের প্রচারে নামতে পারেননি জাপা প্রধান। নির্বাচনের পর শপথ নিতে হুইল চেয়ারে সংসদে যান। গত আট মাস ধরে রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি তাকে।