বগুড়ায়  টিএমএসএসের শিক্ষার্থীদের মিনিটে এক হাজার বৃক্ষ রোপন 

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০১ জুলাই ২০১৯ ১২:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৫৮ বার।

বগুড়ায় বেসরকারি সংস্থা টিএমএসএস পরিচালিত একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সোমবার সকালে সংস্থার বিনোদন পার্কে এক মিনিটে এক হাজার বৃক্ষ রোপন করেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার ওই বৃক্ষ রোপন কার্যক্রমে অংশ নেন। 
টিএমএসএস ট্রি ডিপোজিট স্কিম (টিডিএস) আয়োজিত ওই কর্মসূচীতে বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক মোঃ আশরাফুজ্জামান, বিভাগীয় বন কর্মকর্তা সুবেদার ইসলাম ও টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম উপস্থিত ছিলেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানিয়েছেন, তাদের বৃক্ষ রোপন অভিযানে টিএমএসএস পরিচালিত স্কুল-কলেজ ও মাদ্রাসার ১ হাজার ছাত্র-ছাত্রী ফলদ, বনজ এবং ঔষধী জাতের গাছের চারা রোপন করে।
বগুড়ার জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বৃক্ষ রোপন কার্যক্রম হাতে নেওয়ায় টিএসএসএসের প্রশংসা করেন।