বিশ্বকাপ ক্রিকেট ২০১৯

তামিমের পর সৌম্যর বিদায়

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০১৯ ১৫:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৮ বার।

ভারতের দেওয়া ৩১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল সাবধানী। তামিমের ইকবাল ও সৌম্য সরকার ভারতীয় পেসারদের দেখেশুনে খেলে যাচ্ছিলেন। রানের গতি ছিল ধীর।

কিন্তু সাবধানী শুরুর পরও দশম ওভারে গিয়ে তামিম ইকবালের উইকেট হারাল বাংলাদেশ। আর ১৬তম ওভারে আক্রমণে এসেই সৌম্য সরকারকে ফিরিয়েছেন হার্দিক পান্ডিয়া। ৭৪ রানে ২ উইকেট হারিয়েছে টাইগাররা।

মঙ্গলবার বার্মিংহামের এজবাস্টনে টস জিতে আগে ব্যাট করে ৯ উইকেটে ৩১৪ রানের পুঁজি পেয়েছে ভারত।

লক্ষ্য তাড়া করতে নেমে ৯.৩ ওভারে ফেরেন নিজের ২০০তম ওয়ানডে খেলতে নামা তামিম। ৩১ বলে ২২ রান করে মোহাম্মদ শামির বলে বোল্ড হয়েছেন এই বাঁ-হাতি। বাংলাদেশের দলীয় রান তখন ৩৯।

এরপর সৌম্য সরকারের সাকিব আল হাসান যোগ করেন ৩৫ রান। সৌম্য ৩৮ বলে ৩৩ রান করে ফেরার পর উইকেটে এসেছেন মুশফিক।

সেমিফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে এ ম্যাচে জিততেই হবে টাইগারদের। এ ম্যাচের আগ পর্যন্ত ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টাইগারদের অবস্থান সপ্তম।

অন্যদিকে ভারতের জন্যও ম্যাচটা কম গুরুত্বপূর্ণ নয়। ৭ ম্যাচে ১১ পয়েন্ট তাদের।

ম্যাচটি জিতলে সেমিফাইনাল নিশ্চিত হবে দলটির। তবে হারলে শেষ চারের সমীকরণ কঠিন হয়ে যাবে তাদের।