বগুড়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনাঃ সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার

মুজাহিদুল ইসলাম জাহিদঃ
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৮ ১৫:০১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৪৮ বার।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে বগুড়ায় এক আলোচনা সভায় বক্তারা তথ্য অধিকার আইন বাস্তবায়নের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন। দিবসিট উপলক্ষে রোববার সকালে শহরে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। এতে জেলার সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তর, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কর্মকর্তা-কর্মচারী ও সচেতন নাগরিক কমিটির (সনাক) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। র‌্যালী শেষে বগুড়া জলো প্রশাসকরে র্কাযালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশে ২০০৯ সালে তথ্য অধিকার আইন পাশ হয়। এর আগে ২০০২ সালের ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে তথ্য অধিকার ও তথ্যের অবমুক্তি আইন বিষয়ে একটি আন্তর্জাতিক বৈঠকে ২৮ সেপ্টেম্বরকে ‘তথ্য জানার অধিকার দিবস’ হিসেবে প্রস্তাব করা হয়। পরে ২০১৫ সালে ইউনেস্কো ২৮ সেপ্টেম্বরকে ‘আন্তর্জাতিক সর্বজনীন তথ্য অধিকার দিবস ঘোষণা দেয়। তার পর থেকে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশে ২০১৬ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে।


বগুড়ার অতরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রায়হানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করতে গিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী বলেন, তথ্য অধিকার আইন অনুযায়ী স্বপ্রণোদিতভাবে জনগণকে তথ্য জানাতে হবে। প্রত্যেক দপ্তর প্রয়োজনীয় তথ্য উন্মুক্ত করবে এবং দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা নিয়োগ করে তার নাম ও মোবাইল ফোন নম্বর উন্মুক্ত করবে। তিনি আরও বলেন, সরকারি অফিসে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তথ্য অধিকার আইনের উপর অনলাইন প্রশিক্ষণ শুরু হয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের কর্মকর্তারা প্রশিক্ষিণ গ্রহণ করেছন এবং পর্যায়ক্রমে সরকারি ও বেসরকারি তথ্য কর্মকর্তারা এর আওতাভুক্ত হবেন।

জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন বলেন, তথ্য জানতে হবে নিজের জন্য এবং জানাতে হবে সরকারর জন্য। যাতে দেশ ভালোভাবে পরিচালিত হয়।

আলোচনা সভায় তথ্য অধিকার আইন বাস্তবায়নে সনাক টিআইবি বগুড়ার পক্ষ থেকে যে কাজগুলো করে আসছে তা উপস্থাপন করা হয়। সনাক সভাপতি মাছুদার রহমান হেলাল বলেন, সনাক-টিআইবি মনে করে তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করবে।  তিনি বলেন, তথ্য হচ্ছে মানুষের অধিকার এবং সুশাসনের হাতিয়ার যার মাধ্যমে স্বচ্ছ দুর্নীতি থেকে নিজেকে মুক্ত রাখা যায়। কিন্তু এই শক্তি বা অধিকারের ব্যবহার এখনও আশানুরূপ নয়। সেজন্য জনগণকে সচেতন করার জন্য সরকারের পাশাপাশি টিআইবি কাজ করছে। এজন্য তিনি গণমাধ্যম এনজিও এবং  সুশীল সমাজকে এগিয়ে আসার আহŸান জানান।  
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বগুড়া সনাকের উপদেষ্টা অধ্যাপক হোসনে আরা হায়দার, সহ-সভাপতি অধ্যাপক নাসিমা আক্তার, সদস্য রেজাউর রহমান ডিঙ্গু, অধ্যাপক সায়মা কানিজ, ইয়েস সদস্যগণ এবং টিআইবি বগুড়ার এরিয়া ম্যানেজার জেসমিন আক্তার পান্না।