শেখ হাসিনার ট্রেনবহরে হামলার রায়ে বিএনপি বিক্ষুব্ধ: মির্জা ফখরুল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০১৯ ১৪:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৫ বার।

পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে ১৯৯৪ সালে শেখ হাসিনার ট্রেনবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার রায়ে বিএনপি শুধু হতাশ নয়, চরম বিক্ষুব্ধ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই রায় প্রমাণ করেছে, বাংলাদেশে কোনো বিচার ব্যবস্থার স্বাধীনতা নেই। দেশে 'জুডিশিয়াল এনার্কি' (বিচারিক নৈরাজ্য) চলছে। খবর সমকাল অনলাইন 

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, পাবনার আদালতে যে রায় দেওয়া হয়েছে তাতে পুরো জাতি বিস্মিত হয়েছে। এটা কোন ধরনের রায়? দুটো গুলির শব্দ হয়েছে, গুলি কারা করেছেন- এর কোনো তদন্ত হয়নি।

তিনি বলেন, সরকার সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চলেছে। সব প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে। অর্থনীতি চরম বিপর্যয়ের মুখে। ব্যাংকিং ব্যবস্থা একেবারে শেষ। তাদের লোকজনকে নিয়ে ওটাকে ফোকলা করে দিয়েছে। ব্যাংকগুলোকে তাদের একটা শোষণরে যন্ত্রে পরিণত করেছে।

ফখরুল আরও বলেন, মেগা প্রজেক্টের নামে মেগা চুরি, মেগা দুর্নীতি হচ্ছে। এই টাকাগুলো চুরি করে তারা বিদেশে নিয়ে যাচ্ছে। বিদেশে নিয়ে নিয়ে বাড়ি-ঘর করছে। কানাডায় বেগমগঞ্জ, মালয়েশিয়া-লন্ডনে বাড়িঘর করা হচ্ছে। এদেশে নির্বাচন ব্যবস্থা বলতে কিছু নাই। ইসির ওপরে জনগণের আস্থা নাই। জনগণ এখন আর ভোট দিতে যায় না। আওয়ামী লীগও ভোট করতে চায় না, তারা নিয়ন্ত্রিত ভোট করতে চায়। এভাবে রাষ্ট্রের বিচার ব্যবস্থা, আইনশৃঙ্খলা, বুরোক্রেসি ধ্বংস করা হয়েছে, মিডিয়াকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা হচ্ছে।

প্রধানমন্ত্রী চীনা সরকারের দাওয়াতে সেখানে যাননি দাবি করে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী একটা অর্থনৈতিক ফোরামের দাওয়াতে চীনে গেছেন। অনেকগুলো চুক্তি সই হয়েছে। চুক্তিগুলো হচ্ছে মেগা প্রজেক্ট চুক্তি, মেগা দুর্নীতি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দি রাখা হয়েছে অভিযোগ করে ফখরুল বলেন, দেশে পরিবর্তন আনতে, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে তরুণ সমাজসহ দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশে এখন ঐক্যের কোনো বিকল্প নেই। এখন যারা ঐক্যের বাইরে কথা বলবেন, তারা আসলে দেশের, দেশের মানুষের ক্ষতি করবেন। সবাইকে ঐক্যবদ্ধ করে গণ-আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তির জন্য এগিয়ে আসতে হবে।

সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও সদস্য সচিব ওবায়দুল কবির খানের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, ড্যাবের নব-নির্বাচিত সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, মহাসচিব ডা. আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।