ছাত্রলীগের মিছিল ও সমাবেশ

বগুড়ায় সঃ আঃ হক কলেজে বন্ধ হল চালু ও ছাত্র সংসদ নির্চাবাচনের দাবি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ জুলাই ২০১৯ ১৪:৪৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮১৭ বার।

বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের বন্ধ হল চালু ও ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করার পর বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলেজ শাখা ছাত্রলীগের সভপতি মোজাম্মেল হক বুলবুলের সভাপতিত্বে সমাবেশের সঞ্চালনা করেন ওই শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ। কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সফরের অংশ হিসেবে এসময় সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম, গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু হাসনাত সরদার হিমেল, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহীল বারী, উপ তথ্য ও গবেষনা সম্পাদক আসাদুল ইসলাম রুবেল এবং অন্যান্য নেতা কর্মীরা।

সমাবেশে খুব শ্রীঘই বন্ধ হল চালু ও ছাত্র সংসদ নির্বাচন করার জন্য কলেজ প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।

২০০৯ সালে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে বিবাধের জের ধরে ওই কলেজের ছেলেদের তিনটি হল বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘদিন হলগুলো বন্ধ থাকার কারণে ব্যবহার অনুপযোগী হয়ে পরে। বর্তমানে শহীদ মুন হলের সংস্কার কাজ শেষ হলেও এখনও তা চালু হয়নি।

অন্য দিকে ছাত্রসংসদ নির্বাচন সর্বশেষ ১৯৯৬ সালে অনুষ্ঠিত হয়ে ওই সংসদ ১৯৯৮ সাল পর্যন্ত কার্যকর ছিল।