শ্রীমঙ্গলে মেয়রের বাসার প্রাচীরে কালনাগিনী!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০১৯ ১৪:৩৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৭০ বার।

সিনেমায় দেখা কালনাগিনী সাপ এবার বাস্তবে পাওয়া গেল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সেখান থেকে বিশালাকৃতির একটি কালনাগিনী উদ্ধার হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল শহরের ধানসিঁড়ি আবাসিক এলাকায় সাপটি দেখে উৎসুক জনতা ভিড় জমাতে থাকেন। পরে খবর দিলে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, বেলা সাড়ে ১১টার দিকে কালনাগিনী সাপটি ওই এলাকার পৌর মেয়রের বাসার গেট সংলগ্ন প্রাচীরে বসে থাকতে দেখে স্থানীয় লোকজন। কিছুক্ষণের মধ্যে বাহারি রংয়ের সাপটিকে দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে সেখান থেকে সেটি উদ্ধার করে সেবা ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়।

সাপটি কালনাগিনী এ তথ্য নিশ্চিত করে সজল দেব জানান, সুবিধামতো সময়ে এটিকে লাউয়াছড়া জাতীয় পার্কে অবমুক্ত করা হবে। খবর যুগান্তর অনলাইন।