কুড়িগ্রামে ভাতিজার কুড়ালের কোপে চাচার মৃত্যু, দ্বন্দ্ব ১ হাজার টাকা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০১৯ ১২:৪৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৮ বার।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পাওনা এক হাজার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে আপন চাচাকে কুপিয়ে হত্যা করেছে ভাতিজা। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার কচাকাটা থানা এলাকার কেদার ইউনিয়নের সাহেবেরখাষ গ্রামে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও এক চাচা। ঘটনার পরপরই ঘাতক পালিয়েছে। খবর সমকাল অনলাইন 

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, আবুল কাশেম মাস্টারের ছেলে মতিয়ার রহমান বাবু তার আপন চাচা সাইদুল ইসলামের কাছে এক হাজার টাকা পেতো। শনিবার দুপুরে ওই টাকা নিয়ে চাচা-ভাতিজার মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ভাতিজা বাবু তার হাতে থাকা কুড়াল দিয়ে চাচা সাইদুল ইসলামের বুকে কোপ মারে। এতে ঘটনাস্থলেই মারা যান চাচা সাইদুল। এ সময় ছোট চাচা কাচু মিয়া এগিয়ে আসলে তাকেও মারধর করে হাত ভেঙে দেয় বাবু। ঘটনার পরপরই ঘাতক বাবু পালিয়ে যায়। 

কচাকাটা থানার ওসি মামুন ওর রশীদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ঘাতককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।