বিশ্বকাপের আকাশে এবার ভারত বিরোধী ব্যানার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০১৯ ১৪:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬১ বার।

আফগানিস্তান-পাকিস্তান ম্যাচের পর এবার ভারত-শ্রীলঙ্কা ম্যাচে ঢুকে পড়ল রাজনৈতিক বিমান। এদিন বিশেষ বার্তার ব্যানার নিয়ে উড়ে যেতে দেখা গেছে বিমানটিকে। যেখানে লেখা, ‘ভারত, গণহত্যা বন্ধ করো, কাশ্মীরকে মুক্ত করো।’

দিন কয়েক আগে এই মাঠেই আফগানিস্তানের বিরুদ্ধে খেলা ছিল পাকিস্তানের। সেই ম্যাচ চলাকালীনও এমনই দৃশ্য ধরা পড়েছিল। বেলুচিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর অত্যাচারের বিরুদ্ধে বিমানে দেখানো হয় দুইটি স্লোগান।

এদিন লিডসের আকাশে ব্যানারটি দুই বার দেখা যায়। প্রথমবার ম্যাচ শুরুর সঙ্গে সঙ্গে এবং দ্বিতীয়বার শ্রীলঙ্কার ইনিংসের প্রথম বিরতিতে। বিরতির সময় গোটা স্টেডিয়ামের আকাশজুড়ে চক্কর কাটতে থাকে বিমানটি।

এমন ব্যানার চোখে পড়ার পরই ভারতীয় টিম আইসিসির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। বাড়ানো হয়েছে দলের নিরাপত্তাও।

কাশ্মীর ইস্যু নিয়ে ভারত ও পাকিস্তানের দ্বন্দ্ব নতুন নয়। সেই দেশভাগের পর থেকেই অঞ্চলটি দখল নিয়ে উভয় পক্ষেরই রক্ত ঝরছে। পাঠানকোট, উরি, পুলওয়ামা কাণ্ডের পর দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে।