ভুয়া স্যামসাং অ্যাপে প্রতারিত ১ কোটি মানুষ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০১৯ ০৮:০২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৯ বার।

একটি ভুয়া ‘স্যামসাং’ অ্যাপে ১ কোটির বেশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী প্রতারিত হয়েছেন। ‘আপডেটস ফর স্যামসাং’ নামের ওই অ্যাপটি নিয়মিত ফার্মওয়্যার আপডেটের আশ্বাস দিয়ে লাখ লাখ ব্যবহারকারীর কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে।

প্রযুক্তি বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট জিডিনেট সফটওয়্যার বিশেষজ্ঞদের বরাত দিয়ে জানিয়েছে, এই অ্যাপটি ম্যালওয়্যার জাতীয় ক্ষতিকর কিছু নয়। ব্যবহারকারীর অনুমতি ছাড়া তারা ব্যক্তিগত তথ্যও হাতানোর চেষ্টা করেনি। শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অর্থ হাতিয়েছে।

ম্যালওয়্যার বিশেষজ্ঞ অ্যালেক্সিস কুপরিনস বলেন, ‘আমি ইতিমধ্যে গুগল প্লে স্টোরের সঙ্গে যোগাযোগ করে অ্যাপটি সরিয়ে ফেলতে অনুরোধ করেছি। অ্যাপটি ব্যবহারকারীর বিশ্বাস ভঙ্গ করেছে।’

স্যামসাংয়ের ফার্মওয়্যার এবং ওএস আপডেট কিছুটা জটিল। অনেক ব্যবহারকারী নিয়মিত সেটি করতে চান না। ভুয়া অ্যাপটি সেই সুযোগ নিয়েছে। তারা দাবি করছিল, তাদের অ্যাপ ডাউনলোড করলে নিয়মিত আপডেটগুলো পাওয়া যাবে।

কুপরিনস জানিয়েছেন, স্যামসাংয়ের সঙ্গে অ্যাপটির কোনো সম্পর্ক নেই। এটি মূলত ফাঁদ।

অভিযুক্ত অ্যাপের কয়েকটি রিভিউ ঘেঁটে দেখা গেছে, অধিকাংশ ব্যবহারকারী বলছেন ওয়েবসাইটটি বিজ্ঞাপনে পরিপূর্ণ। কী করতে হবে সেটি তারা বুঝতে পারছেন না।

অর্থ হাতিয়ে নিতে অ্যাপটি ফ্রি এবং পেইড ফিচার যুক্ত করে। কিন্তু ফ্রিটিতে ক্লিক করে ডাউনলোড করা যায়নি। গতিও ছিল কম। অ্যাপ কর্তৃপক্ষ তখন পেইড ফিচারে যাওয়ার আহ্বান জানায়! এভাবে অনেকেই অর্থ দিয়ে ডাউনলোড করে কোনো সুফল পাননি।