হরতাল আর কার্যকর হাতিয়ার নয়: কাদের

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০১৯ ১৩:০২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬২ বার।

গণতান্ত্রিক আন্দোলনে হরতাল আর কার্যকর হাতিয়ার নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, হরতালে মরিচা ধরে গেছে। খবর দেশ রুপান্তর 

রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে অনুষ্ঠিত হয় এ সংবাদ সম্মেলন।

ওবায়দুল কাদের বলেন, রাজধানী ঢাকায় আজ (রোববার) প্রতিদিনের পরিচিত যানজটের দৃশ্যই বিরাজমান ছিল। যারা হরতাল দিয়ে আন্দোলনের কথা ভাবে, তাদের হিসাবে ভুল আছে। 

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে আধাবেলা হরতাল ডেকেছিল বাম গণতান্ত্রিক জোট। হরতাল পালনের শেষ পর্যায়ে রাজধানীর পল্টনে সমাবেশ থেকে বাম নেতারা গ্যাসের দাম কমানোর দাবি জানান।

তাদের দাবি না মানলে ১৪ জুলাই জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচিও দেওয়া হয়।

ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে গ্যাসের দাম বাড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘মূল্য সমন্বয়ের জন্যই যৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এরপরও সরকারকে ভর্তুকি দিতে হবে।’ 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘এলএনজি ব্যবসায়ীদের সুবিধা দিতে গ্যাসের দাম বাড়ানো হয়েছে’ অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এটা বিরোধীদের গতানুগতিক বক্তব্য।’

গ্যাসের দাম বৃদ্ধিতে জনগণের মধ্যে নেতিবাচক প্রভাব পড়বে কি না? জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘ভোটের রাজনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে, এ কথা ভেবে আমরা রাজনীতি করি না। আমরা রাজনীতি করি, সঠিকভাবে, বাস্তবসম্মত, যুক্তিসংগত বিষয় বিবেচনা করে, জনগণের স্বার্থে। জনগণের স্বার্থ দেখতে কতগুলো বিষয়ে ভারসাম্য রক্ষা করতে হয়। সবকিছু মিলে দেশ একটা সুষম অবস্থায় আছে।’

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীর বিপক্ষে কাজ করা নেতাদের শাস্তির বিষয়ে তিনি বলেন, কেউ এমপি ও মন্ত্রী হয়ে দলের বিরুদ্ধে কাজ করলে, তাকে ভবিষ্যতে মনোনয়ন দেওয়া নাও হতে পারে। মন্ত্রী করা নাও হতে পারে। এভাবেও তাকে অগুরুত্বপূর্ণ করা যায়। 

‘সরকার খালেদা জিয়ার মুক্তি আটকে রেখেছে’, বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিচার বিভাগ স্বাধীন ও কৃতিত্বপূর্ণ ভূমিকা পালন করছে। খালেদা জিয়ার বিষয়ও বিচার বিভাগের বিষয়। রায় তাঁদের বিপক্ষে গেলেই তাঁরা বিচার মানেন না।’

ওবায়দুল কাদের জানান, বৈঠকে ১৫ আগস্ট সামনে রেখে মাসব্যাপী কর্মসূচি, জাতীয় সম্মেলনের সাংগঠনিক প্রস্তুতি, বিভিন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কারও কারও অবস্থানের বিষয়ে আলোচনা হয়েছে। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আব্দুস সবুর, আইনবিষয়ক সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ–দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য রিয়াজুল কবির কাওছার, মারুফা আক্তার পপি প্রমুখ।