সোনাতলা-ভেলুরপাড়ায় ট্রেনে পাথর ছোড়া বন্ধে পদযাত্রা ও পথসভা

সোনাতলা উপজেলা (বগুড়া) সংবাদদাতাঃ
প্রকাশ: ০১ অক্টোবর ২০১৮ ১২:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৪৯ বার।

সোনাতলা রেলস্টেশন হতে দক্ষিণে ভেলুরপাড়া রেলস্টেশন পর্যন্ত চলন্ত ট্রেনে পাথর ছোড়া বন্ধের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে  সোমবার সচেতনতামূলক পদযাত্রা,পথসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত সপ্তাহে সোনাতলার শিচারপাড়া গ্রামের জনৈক বৃদ্ধ ট্রেন যোগে নিজ গন্তব্য স্থলে যাচ্ছিলেন। যাবার পথে ট্রেনটি সোনাতলা-ভেলুরপাড়া স্টেশনের মাঝে বুড়াদহ নামক স্থানে পৌছিলে চলন্ত ট্রেনে জনৈক শিশু কিংবা কিশোরের নিক্ষিপ্ত পাথরের আঘাতে বৃদ্ধ মানুষটি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিষয়ে বিভিন্ন পত্রিকায় ও ফেসবুকে সংবাদ প্রকাশিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলম এ ঘটনায় মর্মাহত ও গভীর দুঃখ প্রকাশ করেন। এমন ঘটনা ভবিষ্যতে যেন আর কখনো না ঘটে এ লক্ষ্যে তিনি স্থানীয় সাংবাদিক,বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন,স্কাউটদল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে  সোমবার সকাল ৯টায় সোনাতলা উপজেলা পরিষদ চত্বর থেকে ব্যানারসহ বাদ্যযন্ত্র ও বাঁশি বাজিয়ে বিশাল পদযাত্রা বের করে সোনাতলা স্টেশন হয়ে রেললাইনের ওপর দিয়ে ভেলুরপাড়া স্টেশনে গিয়ে সমাপ্ত করা হয়। এ দুটি স্টেশনে ও মাঝপথে গুরুত্বপূর্ণ স্থানে পথসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। 

পথসভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুর আলম,জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল,ড.এনামুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক,বুলজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ,মুক্তাঙ্গনের সাধারণ সম্পাদক মহসীন আলী তাহা,সোনাতলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন মজনু,ইউপি সদস্য মুকুল ইসলাম,উপজেলা স্কাউট-এর সাধারণ সম্পাদক আব্দুল হান্নান,সোনাতলা থিয়েটারের সভাপতি ও পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল,দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সভাপতি ইকবাল কবির লেমন,আলোর প্রদীপ’র চেয়ারম্যান মেহেরুল ইসলাম,সাংবাদিক জাহিনুর ইসলাম ও রিমন আহম্মেদ বিকাশ ।