মানুষের জন্য ফাউন্ডেশনের প্রতিবেদন

দেশে ছয় মাসে ৩৯৯ শিশু ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার শিকার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০১৯ ১৩:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৪২ বার।

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে দেশে ৩৯৯ শিশু ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে বলে জানিয়েছে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন। সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, ধর্ষণের পর একজন ছেলে শিশুসহ মোট ১৬ শিশু মারা গেছে। 

ছয়টি জাতীয় দৈনিকে প্রকাশিত ৪০৮টি সংবাদ বিশ্লেষণ করে এই তথ্য পেয়েছে সংস্থাটি । 

প্রতিবেদনের আরো বলা হয়, অন্তত ৪৯ শিশু (৪৭ জন মেয়ে ও ২ ছেলেশিশু) যৌন হয়রানির শিকার হয়েছে।

এর আগে ২০১৮ সালে ৩৫৬ শিশু ধর্ষণের শিকার হয়েছিল বলে জানিয়েছিল সংস্থাটি। 

এর মধ্যে মারা গিয়েছিল ২২ এবং আহত হয়েছিল ৩৩৪ শিশু। 

শিশু ধর্ষণের ঘটনা আংশকাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম এক বিবৃতিতে অভিভাবক, শিশু সংগঠন, মানবাধিকার সংস্থা ও তরুণদের সম্মিলিতভাবে এই অপরাধ ঠেকাতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শুক্রবার রাজধানী ঢাকার ওয়ারী এলাকায় একটি বহুতল ভবনে নিজ বাসার ওপরের তলার ফ্ল্যাটে খেলতে গিয়ে ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে সাত বছরের একটি মেয়ে। ঘটনাটি ব্যাপক আলোড়ন তুলেছে। 

তিনি বলেন, এসব ঘটনা যখন এইসব শিশুদের নিজ আবাসের একেবারে আশেপাশে, নিজ চত্বরে ঘটে, শিশুদের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে বাড়তি উদ্বেগও।