অসত্য-বিব্রতকর তথ্য প্রচার করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০১৯ ১৫:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৩ বার।

সংবাদ প্রচারে কোথাও বিশেষ বাধা দেয়া হচ্ছে না দাবি করে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ‘ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন নিউজপোর্টাল সবক্ষেত্রেই সর্বক্ষণ নজরদারি ও তদারকি করছি। কোথাও বিভ্রান্তকর বিব্রতকর অসত্য বা মিথ্যা তথ্য প্রচার করলে সেক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে থাকি। বিভ্রান্তিকর সংবাদটি প্রচার বা প্রকাশ হওয়া মাত্র আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি, আগামীতেও করব।’

রোববার বিকালে জাতীয় সংসদে আবু জাহিরের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। খবর যুগান্তর অনলাইন 

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধে ৫৭ ধারা ইতিমধ্যে পরিবর্তিত হয়েছে। অন্যসব প্রয়োজনীয় ব্যবস্থা, যেসব ক্ষেত্রে বিব্রতকর অসত্য ভুল তথ্য পরিবেশন করবে, সেক্ষেত্রে প্রচলতি আইনের ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে থাকি।’

পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার সাংবাদিকদের কল্যাণে অত্যন্ত তৎপর ও আন্তরিক। এরই মধ্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ফান্ডে ২০ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে।’

সংবাদ প্রচারে কোনো বাধা আছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে ৫৭ ধারার কথা বলা হয়েছে, আসলে এর মধ্য দিয়ে তথ্য প্রকাশ ও প্রচারের ক্ষেত্রে বিশেষ বাধা আছে বলে মনে করি না।’

জয়েন্ট স্টক কোম্পানির মাধ্যমে সংবাদপত্র প্রকাশের সিদ্ধান্ত হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘জয়েন স্টক কোম্পানির পৃষ্ঠপোষকতায় বা সহযোগিতায় পত্রিকা বা সংবাদপত্র প্রকাশের কোনো সিদ্ধান্ত এই মুহূর্ত পর্যন্ত গ্রহণ করা হয়নি। কোনো আবেদন প্রস্তাবনা করলে প্রয়োজনীয় আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করব।’