আমাদের মা জননী-২৪

আল্লাহর ঈশারায় আয়েশা রাঃ এর বিয়ে হয়েছিলো

জুবাইর হাসান মোহাম্মদ জুলফিকার আলী
প্রকাশ: ০৮ জুলাই ২০১৯ ১০:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩১৪ বার।

[গতকালের পর থেকে পড়তে হবে] 
হযরত আয়েশা সিদ্দীকা তাহেরা রা:-এর বিয়ে আল্লাহর ঈশারায় মোহাম্মাদ (সা:) এর সাথে সম্পন্ন হয়েছিলো। হযরত আয়েশা রা: নিজেই গর্বভরে আল্লাহর নিয়ামত প্রকাশের উদ্দেশ্যে এই সৌভাগ্যের কথা বর্ণনা করেছেন। তিনি বলেনঃ “রাসূল সা: এর (সাথে) বিবাহ আসার পূর্বে ফেরেশতা জিবরাইল আ: একটি রেশমি কাপড়ে আমার ছবি নিয়ে রাসূল (সা:) এর কাছে আগমন করেন এবং বলেন: ইনি আপনার স্ত্রী।” ১ কোনো কোনো বর্ণনায় আছে জিবরাইল আঃ তাঁর হাতের তালুতে এই ছবি নিয়ে এসেছিলেন। ২ অন্য আরো একটি বর্ণনা মতে, স্বপ্নে ফেরেশতা রাসূল সা: এর সামনে তাঁর আকৃতি তুলে ধরেছেন।৩ 
হযরত আয়েশা রা: এর এই বিশেষ সম্মানীয় বৈশিষ্ট্য ছাড়াও আরো এমন কতিপয় বৈশিষ্ট্য আছে, যেগুলো রাসূল সা:-এর অন্য স্ত্রীদের ভাগ্যে জোটেনি। যেমন-
এক) রাসূল সা: তাঁকে ছাড়া আর কোনো কুমারি মহিলাকে বিয়ে করেননি।
দুই) তাঁর কোলেই রাসূল সা: এর ওফাত (ইন্তেকাল) হয়।
তিন) হযরত আয়েশা রা: এর ঘরেই রাসূল সা: এর দাফন সম্পন্ন হয়।
চার) রাসূল সা:-এর ওপর কখনো কখনো এমন সময় ওহী নাযিল হতো, যখন তিনি হযরত আয়েশা রা:-এর সাথে এক লেপের নিচে শায়িত থাকতেন। রাসূল সা:-এর অন্য কোনো বিবির এরূপ বৈশিষ্ট্য ছিলো না।
পাঁচ) আল্লাহ তায়ালা দুনিয়াতেই যাদেরকে ক্ষমা ও সম্মানজনক জীবিকার ওয়াদা দিয়েছেন, তিনি তাদেরও অন্যতমা।
ছয়) আসমান থেকে তাঁর নির্দোষিতার ব্যাপারে ওহী নাযিল হয়েছে।
তাফসীরে কুরতুবীতে বর্ণিত আছে, ইউসুফ আ: এর প্রতি অপবাদ আরোপ করা হলে আল্লাহ তায়ালা একটি কচি শিশুকে বাকশক্তি দান করে তার সাক্ষ্য দ্বারা ইউসুফ আ: এর নির্দোষিতা প্রকাশ করেন। হযরত মরিয়ম আ: এর (ঈসা আ: এর মতো) প্রতি অপবাদ আরোপ করা হলে, আল্লাহ তায়ালা হযরত মরিয়মের শিশুপুত্র হযরত ঈসা আ: সাক্ষ্য দ্বারা তাঁকে নির্দোষ ঘোষণা করেন। আর হযরত আয়েশা রা:-এর প্রতি অপবাদ আরোপ করা হলে, আল্লাহ তায়ালা কোরআনের দশটি আয়াত নাযিল করে, তাঁর নির্দোষিতা ঘোষণা করেন।৪ 

[তথ্য সূত্র: ১.তিরমিযী শরীফ; উদ্ধৃত: মা’ আরেফুল কোরআন, ষষ্ঠ খন্ড, পৃষ্ঠা-৩৭০ । ২. মা’ আরেফুল কোরআন ষষ্ঠ খন্ড, পৃষ্ঠা-৩৭০ । ৩. তাবাকাতে ইবনে সাদ- ইবনে সাদ, মৃত্যু-২৩০ হিজরি; মুস্তাদরাকে হাকেম- আব্দুল্লাহ হাকেম নিশাপুরী, মৃত্যু-৪০৫ হিজরি; উদ্ধৃত: সীরাতে আয়েশা (রা:), পৃষ্ঠা-২৪৮-২৪৯ । ৪. মা’ আরেফুল কোরআন, ষষ্ঠ খন্ড, পৃষ্ঠা-৩৭১]।

[পরবর্তী অংশ আগামীকাল]