সরতে পারেন প্রিয়াঙ্কা গান্ধীও!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০১৯ ১২:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩২ বার।

কংগ্রেসের বিপদ যেন কিছুতে কমছে না। রাহুল গান্ধীর পর দলের পদ ছেড়েছেন আরও কয়েক জন শীর্ষ নেতা। এবার শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কা গান্ধীও সরে দাঁড়াবেন।

কংগ্রেসের নেতারা বলছেন, দলের মধ্যে নবীন ও প্রবীণদের মধ্যে রীতিমতো যুদ্ধ শুরু হয়েছে। রাহুলের সরে যাওয়ার ঘোষণার পর আহমেদ পটেল, অশোক গহলৌতদের কেন্দ্র করে ফের ক্ষমতায় ফিরতে চেষ্টা করছে দলটি। নবীনদের অনেকেই মনে করেন, দল ও রাহুলকে বিপথে চালিত করার পেছনে প্রবীণদের ভূমিকাই প্রধান।

ভারতীয় গণমাধ্যম বলছে, প্রিয়াঙ্কাও পদে থাকতে নারাজ। তবে তাকে বুঝিয়ে পদে রেখে দেওয়ার চেষ্টা চলছে।

প্রিয়াঙ্কা গত জানুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে ঘটা করে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন।

চেহারার কারণে তার মাঝে অনেকেই সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মিল খুঁজে পান। তাই তাকে নিয়ে সাধারণ মানুষের ভেতর তুমুল আগ্রহ আছে। কিন্তু এর আগে কখনোই সেভাবে রাজনীতিতে জড়াননি। চলাফেরা সীমিত ছিল সোনিয়া-রাহুলের আসন রায়বরেলি ও অমেঠিতে। লোকসভা ভোটের প্রচারসভায় মাঝে মধ্যে দেখা যেত।