নওগাঁর রাণীনগরে মা-বাবার উপর অভিমান করে স্কুল ছাত্রের আত্মহত্যা

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: ০৮ জুলাই ২০১৯ ১৩:২০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৮ বার।

নওগাঁর রাণীনগরে মা-বাবার উপর অভিমান করে রুহুল আমিন (১৩) নামে ৯ম শ্রেনীর এক স্কুল ছাত্র বিষ ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। রোববার সন্ধ্যায় উপজেলার কালীগ্রাম ওঝাওঝি পাড়ায় এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

এই ঘটনায় রুহুল আমিনের চাচা রশিদুল ইসলাম বাদী হয়ে রাণীনগর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করলে পুলিশ ওই রাতেই লাশ উদ্ধার করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোকাম্মেল হোসেন পারিবারিক সুত্রের বরাদ দিয়ে বলেন, রুহুল আমিনের বাবা শহিদুল ইসলাম সৌদি প্রবাসী । দীর্ঘ দিন ধরে তার বাবা এবং মায়ের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিলো না। একারণে তার মা নানার বাড়ীতে বসবাস করছিল। এ বিষয়টি নিয়ে সে মানসিকভাবে ভেঙ্গে পরে। এক পর্যায়ে রোববার সন্ধ্যায় মা-বাবার উপর অভিমান করে বিষের ট্যাবলেট খেয়ে ছটফট করতে থাকে। লোকজন দেখতে পেয়ে তাকে নওগাঁ সদর হাসপাতালে নিলে রাত ৮টা নাগাদ সে মারা যায়।
রাণীনগর থানার ওসি মাহাবুব আলম বলেন, 'রুহুল আমিনের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে । ময়না তদন্তের রিপোট পেলে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।'