আমার ছেলেদের কেউ খারাপ বলতে পারবেন না-প্রধানমন্ত্রী

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০১৯ ১৩:৫৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৯ বার।

বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাইগাররা বড় বড় দলের বিপক্ষে নিজেদের সাহসী মনোভাব মেলে ধরতে পেরেছেন বলে মনে করেন তিনি। চীন সফর শেষে দেশে ফিরে সোমবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের এই অভিব্যক্তি জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে অহেতুক সমালোচনা না করার আহ্বান জানান তিনি। খবর দেশ রুপান্তর 

বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘‘বাংলাদেশ কিন্তু খেলায় যথেষ্ট উন্নতি করেছে। আপনারা জানেন বিশ্বকাপ পাওয়া একেকটা নামি দামি টিমের সাথে খেলা, এটা কিন্তু কম কথা নয়। সেখানে তাদের পারফরম্যান্স খুব চমৎকার ছিল। আমরা যে খেলতে পেরেছি, এত দূর যেতে পেরেছি এটাও অনেক বড় কথা।’’

সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের পারফরম্যান্সের আলাদা করে প্রশংসা করেন প্রধানমন্ত্রী, ‘‘আমাদের যারা খেলোয়াড়, সাকিব আল হাসানের কথা বলতে হয়। সে বিশ্বে একটা স্থান করে নিয়েছে। মোস্তাফিজ একটা স্থান করে নিয়েছে।’’

টাইগারদের সাহসী মনোভাবের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘খেলা এমন একটা জিনিস, অনেক সময় ভাগ্যও লাগে। সব সময় যে একইরকম হবে তা কিন্তু না। সাহসী মনোভাব নিয়ে যে মোকাবিলা করতে পারা, আমি এটার প্রশংসা করি।’’

সমালোচকদের উদ্দেশ্যে বলেন, ‘‘এতগুলি দেশ খেলল, তার মধ্যে মাত্র ৪টা দেশ সেমিফাইনালে উঠেছে। তাহলে আপনারা কি বললেন বাকিরা সবাই খুব খারাপ খেলে গেছে? তাহলে আমরা নিজেরা নিজেদের ছোট করি কেন?’’

‘‘বরং আপনারা এটা বলেন, একেকটা জাঁদরেল জাঁদরেল দল, দীর্ঘ দিন যারা খেলে খেলে অভ্যস্ত, তাদের সাথে মোকাবিলা করে যে আমাদের ছেলেরা খেলতে পেরেছে, তাদের আত্মবিশ্বাসের কোনো অভাব আমি দেখিনি।’’

নিজে খেলা দেখেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমাদের ছেলেদের ধন্যবাদ জানাব, তারা যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছে। তাদের মধ্যে একটা আলাদা আত্মবিশ্বাস ফিরে এসেছে। খেলোয়াড়দের দোষ দেওয়ার কিছু নেই। দোষ দিলে ওই চার দলকে (সেমিফাইনালিস্ট) বাদ দিয়ে সবাইকে দোষ দেন। শুধু বাংলাদেশকে দেবেন কেন। ভালো ভালো দেশও তো পারেনি।’’

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি আমার ছেলেদের কখনো নিরুৎসাহিত করি না। আমি বরং ফোন করে বলি তোমরা ভালো খেলেছ। ৩৮২ চেজ করে ৩৩৩ করল বাংলাদেশ। আপনারা চিন্তা করে দেখেন। তাহলে আপনারা খারাপ বলবেন কি?’’

প্রধানমন্ত্রী হেসে বলেন, ‘‘আমার ছেলেদের কেউ খারাপ বলতে পারবেন না।’’