এরশা‌দের ছে‌লে‌কে অপহর‌ণের হুম‌কি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০১৯ ১৪:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৭ বার।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে শাহাতা জারাব এরশাদ এরিককে (এরিক এরশাদ) তুলে নেয়ার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার গণমাধ্যমে পাঠানো এরশা‌দের উপ প্রেস স‌চিবের এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ দা‌বি করা হয়। এরশাদের একান্ত সচিব মোজর (অব.) খালেদ আকতার এ ব্যাপারে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। খবর সমকাল অনলাইন 

দুপুরে করা ওই সাধারণ ডায়েরিতে বলা হয়, কে বা কারা তাকে মোবাইল ফোনে তাকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করছে। দুর্বৃত্তরা এরিককে বেশ কয়েকবার তুলে নেয়ার হুমকি দি‌য়ে‌ছে।

এরশাদের করা ট্রাস্টের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন খালেদ। ট্রাস্টি বোর্ডে রয়েছেন এরিকও। 

জাপা চেয়ারম্যান এরশাদ দীর্ঘদিন ধরে রক্তের রোগ মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোমে ভুগছেন। তার অস্থিমজ্জা পর্যাপ্ত হিমোগ্লোবিন উৎপাদন করতে পারছে না। গত ২২ জুন সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর এরশাদের ফুসফুস ও কিডনিতে সংক্রমণের বিষয়টি ধরা পড়ে।