মালিবাগ-রামপুরা-বাড্ডায় রিকশাচালকদের সড়ক অবরোধ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০১৯ ০৫:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৯ বার।

প্রধান সড়কে রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে রাজধানীর মালিবাগ, রামপুরা, বাড্ডাসহ বেশ কয়েকটি পয়েন্টে সড়ক অবরোধ করে রেখেছে রিকশাচালকরা।

মঙ্গলবার সকাল ৮টা থেকে রাজধানীর রামপুরার ওয়াপদা রোড, উত্তর বাড্ডা ও কুড়িল বিশ্বরোডের সড়কের একপাশে অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।

এসময় ‘সড়ক আছে যেখানে রিকশা চলবে সেখানে’, ‘চলবে চলবে রিকশা চলবে’ স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের।

রিকশাচালকরা জানান, সড়কে রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে। সকাল ৮টা থেকে আন্দোলন শুরু হয়েছে। চলবে দুপুর ১টা পর্যন্ত। এর মধ্যে দাবি না মানলে বুধবার সাত ঘণ্টা সড়কে আন্দোলনে থাকবেন তারা।

বাড্ডা থানার ডিউটি অফিসার এসআই মান্নান জানান, সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। রিকশাচালকরা সকাল ৮টা থেকে উত্তর বাড্ডার ফুজি টাওয়ারের সামনে অবস্থান নেন।

এর আগে সোমবার সকাল ৯টা থেকে রাজধানীর মুগদায় সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন রিকশাচালকরা।

তারা জানান, কিছু সড়কে রিকশা চালানো বন্ধ করে দেওয়ায় আয়ের পথ বন্ধ হচ্ছে। অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা সড়কে ফের রিকশা চালাতে দেওয়ার দাবি জানান।

রবিবার থেকে রাজধানীর প্রধান দুই রুটের তিনটি সড়কে রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

গাবতলী থেকে মিরপুর রোড হয়ে আজিমপুর ও সায়েন্স ল্যাব থেকে শাহবাগ পর্যন্ত এবং কুড়িল থেকে বাড্ডা, রামপুরা, খিলগাঁও হয়ে সায়েদাবাদ পর্যন্ত প্রধান সড়কে রিকশা, ভ্যানসহ অবৈধ এবং অনুমোদনবিহীন অন্য যানবাহন চলতে দেওয়া হচ্ছে না।