ভালুকায় 'বন্দুকযুদ্ধে' গণধর্ষণ মামলার প্রধান আসামি নিহত

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০১৯ ০৫:৩১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৯ বার।

ময়মনসিংহের ভালুকায় জেলা ডিবি পুলিশ সদস্যদের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সাইফুল ইসলাম (৪০) নামের গণধর্ষণ মামলার এক প্রধান আসামি নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে উপজেলার উথুরার হাতিবেড় গ্রামে এ ঘটনা ঘটে।

জেলা ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে সাইফুলকে আটকের জন্য অভিযানে যায় ডিবি পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে সাইফুল। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

গত ১৬ জুন ভালুকার কৈয়াদি গ্রামে পরীক্ষা দিতে যাওয়ার পথে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে সাইফুল ও তার সহযোগী রমজান ধর্ষণ করে বলে অভিযোগ আছে। এ ঘটনায় গত ৩০ জুন ভালুকা মডেল থানায় ওই স্কুলছাত্রী বাদী হয়ে সাইফুলকে প্রধান আসামি করে মামলা দায়ের করে।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি দেশিয় পাইপগান ও তিনটি ছুরি উদ্ধার করা হয়েছে। সাইফুলের বিরুদ্ধে ধর্ষণ, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।