আবারো হাথুরুসিংহেকে বেছে নেবে বিসিবি!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০১৯ ০৬:৪১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১০ বার।

বিশ্বকাপ মিশন শেষ হতেই বাংলাদেশ ক্রিকেট দলের কোচিং স্টাফে এসেছে বড় পরিবর্তন। নেই হেড কোচ স্টিভ রোডস, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, স্পিন কোচ সুনীল যোশি, ফিল্ডিং কোচ রায়ান কুক। এসব জায়গায় নতুন কাউকে খুঁজতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।

চলতি মাসেই শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ দল। রোডসের অধ্যায় শেষ হয়ে যাওয়ায় নতুন হেড কোচ খুঁজতেই হচ্ছে বিসিবিকে। তবে শ্রীলঙ্কা সফরে হয়তো ভারপ্রাপ্ত কোচ হিসেবে কেউ দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন কথাই শোনা যাচ্ছে।

এদিকে টাইগারদের নতুন কোচ হচ্ছেন, তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। গুঞ্জন শোনা যাচ্ছে, আবারও শ্রীলঙ্কার চন্দিকা হাথুরুসিংহেকে হেড কোচ হিসেবে ফিরিয়ে আনতে চায় বোর্ড। ২০১৭ সালে এই লঙ্কান কোচ পদত্যাগ করেছিলেন। তবে বোর্ডের আরেকটি অংশ তাকে ফিরিয়ে আনার বিপক্ষে।

শ্রীলঙ্কার হেড কোচ হিসেবে হাথুরুর অবস্থা এখন নড়বড়ে। যেকোনো সময় তাকে বরখাস্ত করা হতে পারে। নতুন হেড কোচ খুঁজছে লঙ্কান বোর্ডও। শ্রীলঙ্কা দলের দায়িত্বে হাথুরুর পারফরম্যান্সে সন্তুষ্ট নয় দেশটির ক্রিকেট বোর্ড।