কোলকাতায় নাট্য সেমিনারে ডাক পেলেন বগুড়ার তৌফিক হাসান ময়না

প্রেস রিলিজ
প্রকাশ: ০৯ জুলাই ২০১৯ ০৭:৪৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৯৩ বার।

নাট্য সেমিনারে অংশ নিতে কোলকাতায় গিয়েছেন নাট্যজন তৌফিক হাসান ময়না। ১০ জুলাই, বুধবার কোলকাতার নাট্যদল গোবরডাঙ্গা নকশার আয়োজনে "আলাপে সংলাপে দুই বাংলা" ও চাকদহ নাট্যজন এর উদ্যোগে "পারাপারের থিয়েটার আড্ডা" শিরোনামে দুটি নাট্য সংলাপে যুক্ত হবেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না। এই সংলাপে বাংলাদেশ থেকে আরো যুক্ত হবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ, নাট্যজন শাহাদত হোসেন খান হিলু, মোমিন বাবু, খন্দকার শাহ আলম, খোরশেদুল আলম প্রমুখ আর ওপাড় বাংলা থেকে আলোচনায় যুক্ত হবেন প্রখ্যাত নাট্যকার চন্দন সেন, নাট্যগবেষক আশিষ গোস্বামী, নাট্যজন উজ্জ্বল চট্টোপাধ্যায়, কৌশিক চট্টোপাধ্যায়, কিশোর সেনগুপ্ত প্রমুখ। আয়োজকদের পক্ষ হতে জানানো হয়েছে, বর্তমানে দুই দেশেই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী অত্যন্ত সক্রিয় হয়ে উঠছে ফলে এ অঞ্চলে চিরায়ত শান্তির পরিবেশ বিঘ্নিত হবার কারণেই সাংস্কৃতিক বলয়কে আরো সুদৃঢ় করতে দুদেশের প্রখ্যাত নাট্যজনদের নিয়েই এমন আয়োজন। নাট্যজন তৌফিক হাসান ময়না কোলকাতা যাবার পূর্বে জানিয়েছেন, দু দেশের নাট্য সংলাপ বা যেকোন নাটকের আড্ডা আসলে ঠিক করে দিতে পারে আমাদের নাট্যচর্চার গতিপথ কিংবা আনতে পারে নতুন কোন পথের দিশা। বাংলাদেশ থেকে তাঁকে আমন্ত্রন জানানোয় তিনি আয়োজকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন একই সাথে আয়োজনের সফলতা কামনা করেছেন। তিনি মনে করেন, সাংস্কৃতিক বিনিময় হওয়াটা খুব জরুরী, এমন সৌহার্দ্য বিনিময় দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।