পিএসজির অনুশীলনে যোগ না দিয়ে শাস্তির মুখে নেইমার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০১৯ ০৮:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯০ বার।

পিএসজি ছেড়ে ফিরে আসতে পারেন পুরনো ঠিকানা বার্সেলোনায়- আরো জোরালো হলো নেইমারকে নিয়ে এমন গুঞ্জন। প্রাক মৌসুম প্রস্তুতির প্রথম দিনেই ফরাসি ক্লাবটির অনুশীলনে যোগ দেননি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। এই জন্য শাস্তির মুখে পড়তে হতে পারে তাকে।

ঘটনার পরপরই পিএসজির ক্রীড়া বিষয়ক পরিচালক লিওনার্দো লা পেরিসিয়ান পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নেইমার চাইলেই পিএসজি ছাড়তে পারেন। নেইমারকে বিক্রি করার ব্যাপার বার্সার সাথে আলোচনা হওয়ার ব্যাপারটাও স্বীকার করেছেন তিনি।

গতকাল থেকে দলের অন্যদের সাথে পিএসজির অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল নেইমারের। কিন্তু ব্রাজিল থেকে ফ্রান্সে ফেরেননি তিনি। তার এমন কাজে মোটেও খুশি হয়নি ক্লাব কর্তৃপক্ষ। এক অফিশিয়াল বিবৃতিতে পিএসজি আভাস দিয়েছে, তারা নেইমারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।

“৮ জুলাই তার অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল। নেইমার যথাসময়ে অনুশীলনে যোগ দিতে আসেননি। তিনি এই ব্যাপারে ক্লাবের থেকে কোন অনুমতিও নেননি। এমন অবস্থা কখনোই কাম্য নয়।”

অবশ্য কিছুদিন আগে বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেফ বার্তোমেউ জানিয়েছিলেন, নেইমার বার্সাতে আসতে চাইলেও পিএসজি তাকে ছাড়তে চায় না।

লিওনার্দো অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন, সবাই খুশি থাকে এমন চুক্তি হলে নেইমার পিএসজি ছাড়তে পারে, “নেইমার চাইলেই পিএসজি ছাড়তে পারে, যদি সেরকম একটা চুক্তি হয়। তবে এখন পর্যন্ত আমরা তাকে কেনার জন্য কোন প্রস্তাব পাইনি। আর সেটা একদিনেও হওয়া সম্ভব না।”

“এটা পরিষ্কার যে নেইমার পিএসজি ছাড়তে চায়। কিন্তু ফুটবলে আপনি আজকে যা বলবেন, কালকে সেটা নাও বলতে পারেন! তার ব্যাপারে সবাই সবকিছুই জানে। এখনো পিএসজির সাথে তাঁর তিন বছরের চুক্তি বাকি। যেহেতু আমরা কোন প্রস্তাব পাইনি, তাই এটা নিয়ে আলোচনা করাও ঠিক হবে না।”