দায়িত্ব ছাড়ছেন জাকারবার্গের প্রধান পারিবারিক নিরাপত্তা কর্মকর্তা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০১৯ ১২:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৩ বার।

দায়িত্ব ছাড়ছেন ফেসবুকের নির্বাহী মার্ক জাকারবার্গের পরিবারের নিরাপত্তায় থাকা প্রধান কর্মকর্তা।

তার বিরুদ্ধে যৌন অসদাচরণ এবং বর্ণ বৈষম্যের অভিযোগ আনা হয়। যদিও তদন্তে সেই অভিযোগের সপক্ষে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি।

বিজনেস ইনসাইডার জানায়, জাকারবার্গের পারিবারিক নিরাপত্তার দায়িত্ব ছিল লিয়াম বুথের। সেই সঙ্গে এই বিলিয়নিয়ার দাতব্য প্রতিষ্ঠান দ্য চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভেরও দেখাশোনা করতেন তিনি। খবর দেশ রুপান্তর 

সেখানে দুই প্রাক্তন সহকর্মী গত মে মাসে তার বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ তোলে।

সোমবার ফেসবুকের এক মুখপাত্র জানায়, বুথের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো তথ্য প্রমাণ পায়নি হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট এবং আইনি পরামর্শ সংস্থা টোলেস অ্যান্ড ওলসোন। তবুও দায়িত্ব ছেড়ে দিচ্ছেন বুথ। 

বুথের ভবিষ্যৎ যাত্রার প্রতি শুভকামনা জানিয়ে তার দায়িত্ব ও সেবার প্রতি কৃতজ্ঞতা জানায় ফেসবুক।