অনুপস্থিত থাকায় ২ চিকিৎসককে শোকজ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০১৯ ১২:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৫ বার।

অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ২ জন চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর ওই চিকিৎসা কেন্দ্রে গিয়ে ২ চিকিৎসককে অনুপস্থিত পান। এরপর তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। খবর বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম 

অভিযুক্ত ২ চিকিৎসক হলেন- রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিউটন ঘোষ ও ডা. আরেফিন আজিজ।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখি ২ জন চিকিৎসক কর্মস্থলে যোগদান করেননি। এরপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিভিল সার্জনকে নির্দেশ দিই।

সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, অনুমতি ছাড়া অনুপস্থিত থাকায় ২ চিকিৎসককে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। জবাব পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী ২ চিকিৎসক অনুপস্থিতি থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।