ভারতে হাইড্রোলিক দরজা বন্ধ হয়ে প্রযুক্তিবিদের মৃত্যু

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০১৯ ১২:৩৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৮ বার।

ভারতের কলকাতা বিমানবন্দরে বিমানের নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে স্পাইসজেটের একজন প্রযুক্তিবিদ মারা গেছেন। বুধবার ভোরে ল্যান্ডিং গিয়ারের দরজায় আটকা গিয়ে তার মৃত্যু হয়।

কলকাতা বিমানবন্দরের এক কর্মকর্তার বরাতে এনডিটিভির খবরে বলা হয়, রোহিত পান্ডে নামের ওই প্রযুক্তিবিদ স্পাইসজেটের বোম্বারডিয়ার কিউ-৪০০ বিমানে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। তখনই কোনোভাবে বিমানটির দরজা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এবং তাতে আটকে পড়ে ওই কর্মীর মৃত্যু হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হাইড্রোলিক দরজা বন্ধ হয়ে কিভাবে তিনি সেখানে আটকা পড়েছিলেন তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা বিমানবন্দর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে।