নওগাঁর রাণীনগরে মেয়ের বাল্য বিয়ে দেওয়ায় বাবাকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: ১০ জুলাই ২০১৯ ১৩:১১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৮ বার।

নওগাঁর রাণীনগরে মেয়ের বাল্য বিবাহ দেওয়ার অপরাধে বাবাকে আটক করে জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার কাশিমপুর চারাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নবম শ্রেণিতে পড়ুয়া রোকসানা (১৪) নামের ওই স্কুল ছত্রীর বাবা হাফিজুল ইসলামকে এসময় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। গত এক মাস আগেই কোট এফিডেভিটের মাধ্যমে ওই বিয়ে সম্পন্ন করা হয় বলে জানায় রাণীনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাকাম্মাম মাহমুদা।

তিনি আরো জানান, বুধবার দুপুরে কাশিমপুর চারাপাড়া গ্রামে বাল্য বিয়ে হচ্ছে এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সেখানে অভিযান চালানো হয়। বিয়ের আনুষ্ঠানিকতা চলাকালে কনের বাবা হাফিজুল ইসলাম কে আটক করা হয়। এরপর তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। এসময় আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন কনের বাবার ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

তবে বর পক্ষের নাম ঠিাকানা জানা যায় নি।