রাষ্ট্রপতির কাছে একাদশ সংসদ নির্বাচন বাতিল দাবি বিএনপির

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০১৯ ১৫:৩৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯২ বার।

নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক প্রকাশিত ফলাফলের পরিপ্রেক্ষিতে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের জন্য রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে ভোট ডাকাতির সঙ্গে জড়িতদের ধরতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনেরও দাবি জানিয়েছেন তিনি। খবর দেশ রুপান্তর 

বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদন প্রমাণ করে দেশে ৩০ ডিসেম্বর কোনো ভোটই হয়নি। সুজন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ সংশ্লিষ্টদের দায়ী করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের যে দাবি জানিয়েছে বিএনপি তা যথার্থ বলে মনে করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট আহমেদ আযম খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।