ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বগুড়ায় ওষুধ ফ্যাক্টরীকে দেড় লাখ টাকা জরিমানা,বিস্কুট ফ্যাক্টরীর ম্যানেজারের ৭ দিনের কারাদণ্ড

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১০ জুলাই ২০১৯ ১৬:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৭৪ বার।

অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের দায়ে বগুড়ায় বেষ্ট কেয়ার এগ্রো (বিডি) ওষুধ ফ্যাক্টরী'র ম্যানেজার মনির হোসেনকে দেড় লাখ টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় আদালত স্যারেলি বিস্কুট ফ্যাক্টরী  নামে আরেক প্রতিষ্ঠানের ম্যানেজার মজনু মন্ডলকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। 

বুধবার জেলার শাজাহানপুর উপজেলার বয়ড়া দীঘী এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌলী মণ্ডলের নেতৃত্বে ওই দণ্ডাদেশ দেওয়া হয়। আদালতের কার্যক্রমে এসময় সহায়তা করে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এপিবিএনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।