বগুড়া সদর থানায় নারী ও শিশু হেল্প ডেস্কের উদ্বোধন

অরুপ রতন শীল
প্রকাশ: ১১ জুলাই ২০১৯ ১১:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩০৪ বার।

বগুড়া সদর থানায় নারী ও শিশু হেল্প ডেস্কের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় ওই ডেস্কের উদ্বোধন করেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞাঁ । এরপর এ উপলক্ষ্যে সদর থানায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি পুলিশ সুপার বলেন, বগুড়া জেলার সকল থানায় গত ছয় মাসে  নারী ও শিশু বিষয়ক সাধারণ ডায়েরী হয়েছে ৩০১টি, অভিযোগ গ্রহন করা হয়েছে ২৩৭৪টি, এজাহার হয়েছে ৩৪০টি, কাউন্সিলিং নিষ্পত্তি করা হয়েছে ২১৬৬টি, সেবা দেয়া হয়েছে ৩৬৮২টি, পূর্নবাসনকেন্দ্রে প্রেরণ করা হয়েছে ৯জনকে, উদ্ধারকৃত শিশু অভিভাবকদের জিম্মায় দেয়া হয়েছে ৫০জনকে।

তিনি আরও বলেন, সদর থানার হেল্প ডেস্কে নারী ও শিশুদের দ্রুত আইনী সেবা নিশ্চিত করতে এস আই জেবুন্নেসা মায়াকে দায়িত্ব দেয়া হয়েছে। এসময় সভায় আরও বক্তব্য রাখেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ও প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হক লালু। এছাড়াও পুলিশের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধিসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা সঞ্চালনা করেন সদর থানার এস আই সোহেল রানা। ।