সোনাতলায় এক গৃহবধূর দুটি কিডনী অকেজো: জীবন বাঁচাতে আর্থিক সহায়তার আহবান

সোনাতলা উপজেলা (বগুড়া) সংবাদদাতাঃ
প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৮ ০৪:১২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৩ বার।

বগুড়ার সোনাতলায় দুই শিশু সন্তানের মা আঞ্জুমান আরা বেগমের (৩৮) দুটি কিডনী অকেজো হয়ে পড়েছে। এ রোগে প্রায় দুই বছর ধরে কষ্টে জীবন কাটছে তার। তিনি সোনাতলা উপজেলার রাণীরপাড়া গ্রামের ও স্থানীয় এক বে-সরকারি কলেজের শিক্ষক মাকছুদার রহমানের স্ত্রী। অসুস্থ স্ত্রীর চিকিৎসা করতে যেয়ে নিঃস্ব হয়েছেন স্বামী মাকছুদার রহমান। আঞ্জুমান আরার জীবন বাঁচাতে মাকছুদার রহমান দেশের হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার আহবান জানিয়েছেন।
অসুস্থতার প্রথম দিকে উন্নত চিকিৎসার জন্য আঞ্জুমান আরাকে ভারতের এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুদিন চিকিৎসা করার পর অর্থ সংকুলান না হওয়ায় ভারত থেকে ফিরে এনে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে কিডনী বিভাগে ভর্তি করা হয়েছে। কিডনী বিভাগের ডাক্তার আ.ন.ম এহসানুল করিমের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। এদিকে কিডনী ডায়ালাইসিস ও পথ্য ক্রয় বাবদ প্রতি মাসে প্রায় ২৫-২৮ হাজার টাকা ব্যয় হয়। এ ভাবে দুই বছর যাবত স্ত্রীর চিকিৎসা করতে নিঃস্ব হয়েছেন মাকছুদার রহমান। তিনি জানিয়েছেন, ডাক্তারের মতে ভারতে যেয়ে আঞ্জুমান আরার দুটি কিডনী প্রতিস্থাপন করাতে হবে। এতে মোটা অঙ্কের অর্থের প্রয়োজন। মোটা অঙ্কের অর্থ সংগ্রহ করা নিঃস্ব হয়ে পড়া স্বামীর পক্ষে সম্ভব নয়। দেশের হৃদয়বান ব্যক্তিরা আর্থিক সহায়তার হাত বাড়ালে উপযুক্ত চিকিৎসা করে আঞ্জুমান আরার জীবন বাঁচতে পারে। এদিকে অসুস্থতার চিন্তায় শিশু সন্তান দুটি,নিঃস্ব স্বামীসহ নিকট আত্মীয়রা দুশ্চিতা ভোগ করছেন। তার রক্তের গ্রুপ ‘বি’পজেটিভ।
সহায়তা পাঠাবার ঠিকানাঃ সঞ্চয়ী হিসাব নম্বর: ০৬০৫৯৯৯০০২২৫২, সোনালী ব্যাংক লিমিটেড,বালুয়াহাট শাখা,সোনাতলা,বগুড়া এবং বিকাশ নম্বর: ০১৭২৭-০০৮৯০৭।