চার বিভাগে অতি বর্ষণের সম্ভাবনা, পাহাড় ধসের শঙ্কা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০১৯ ০৭:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৪ বার।

বাংলাদেশে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রামসহ চার বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমি ধসের আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার সকালে ভারী বর্ষণের এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর একথা জানিয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে আজ সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮

মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে।

অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

এদিকে শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরবর্তী ৭২ ঘণ্টায় (৩ দিন) বৃষ্টিপাতের কার্যকারিতা হ্রাস পেতে পারে।