এরশাদের অবস্থা আশঙ্কাজনক: জিএম কাদের

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০১৯ ১০:১৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৭ বার।

 

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। খবর সমকাল।

শুক্রবার বেলা ১২টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে থাকা এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে এই সংবাদ সম্মেলন।

জিএম কাদের বলেন, সকালে সিএমএইচে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি; তারা জানিয়েছেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের কোনও অঙ্গ ঠিক মতো কাজ করছে না, কৃত্রিমভাবে চলছে।

তিনি বলেন, শারীরিক অবস্থা বিবেচনায় এরশাদকে বিদেশ নেওয়া সম্ভব না। সম্মিলিত সামরিক হাসপাতালে বিশ্বমানের চিকিৎসা হচ্ছে। তার লিভার এখনও পুরোপুরি কাজ করছে না।

সাবেক সামরিক শাসক এরশাদ রক্তের রোগ মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোমে ভুগছেন। তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম। তার অস্তিমজ্জা পর্যাপ্ত হিমোগ্লোবিন উৎপাদন করতে পারছে না। গত ২২ জুন তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে নেওয়া হয়।