বগুড়ায় ট্রাকের চাপায় ইজিবাইক চালক নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ জুলাই ২০১৯ ১২:৩৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৫৭ বার।

বগুড়ায় ট্রাকের সঙ্গে ব্যাটারি চালিত ইজিবাইকের সংর্ঘষে হাফিজুর রহমান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে দ্বিতীয় বাইপাস মহাসড়কে বগুড়া সদরের জয়বাংলা হাট এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত হাফিজুর বগুড়া সদরের কর্নপুর উত্তরপাড়া মৃত মোগলা প্রামানিকের ছেলে। তিনি দুর্ঘটনায় কবলিত ওই ইজিবাইকের চালক ছিলেন। 


স্থানীয়রা জানান, হাফিজুর রহমান চারজন যাত্রী নিয়ে মাটিডালী থেকে সাবগ্রাম যাচ্ছিলেন। জয়বাংলা হাটের দক্ষিণে পৌঁছালে বিপরীতমুখী একটি খালি ট্রাকের সঙ্গে তার ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে জমিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক হাফিজুর মারা যান। স্থানীয়দের সাহায্যে দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়া হয়েছে।


বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম 'পুণ্ড্রকথাকে ' বলেন, ‘দুর্ঘটনার পর পরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাকটি আটক করে রাখা হয়েছে।’