বেঙ্গলি বিউটি মুভির যুক্তরাষ্ট্রে আয় ৫ কোটি, দেশে মুক্তি ৫ অক্টোবর

পুণ্ড্রকথা ডেস্কঃ
প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৮ ০৫:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৮৯ বার।

আগামী ৫ অক্টোবর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে রাহশান নূর পরিচালিত চলচ্চিত্র ‘বেঙ্গলি বিউটি’। দেশে বড় পরিসরে মুক্তির আগেই বিদেশ ঘুরে চলচ্চিত্রটি আয় করে এসেছে ৫ কোটি টাকারও বেশি। রোববার চলচ্চিত্রটির মুক্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানালেন চলচ্চিত্রটির নির্মাতা।
গত ২০ জুলাই বাংলাদেশের একটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো চলচ্চিত্র ‘বেঙ্গলি বিউটি’। দেশে কদর না পেলেও চলতিবছর ১৬ ফেব্রুয়ারি যুক্তরাস্ট্রের ২০টি শহরে মুক্তি পায় চলচ্চিত্রটি। শিগগিরই চীনেও প্রথম বাংলাদেশি ছবি হিসেবে এটি মুক্তি পাবে।
ইতিমধ্যেই চলচ্চিত্রটির বাণিজ্যিক সফলতা নিয়ে নির্মাতা ও অভিনেতা রাহশান নূর এ প্রসঙ্গে বললেন, “চলচ্চিত্রটি ইতিমধ্যেই পাঁচ কোটি টাকারও বেশি অর্জন করেছে। আমেরিকান সিনেটর ডিক দুরবীনের প্রশংসা অর্জন করেছে। আমেরিকান শীর্ষ টেলিভিশন চ্যানেল এনবিসিতে চলচ্চিত্রটির সাফল্য নিয়ে আমার একটি সাক্ষাৎকারও প্রচার করে।”

 এদিকে, বাংলাদেশে চলচ্চিত্রটির পাশে এসে দাঁড়িয়েছে জাজ মাল্টিমিডিয়া। প্রথম মুক্তিতে হল বরাদ্দ না পেলেও দ্বিতীয়বারের মতো আগামী ৫ অক্টোবর প্রায় ৩০টি হলে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি।
চলচ্চিত্রটির মুক্তি প্রসঙ্গে দেশের পরিবেশকদের সমালোচনা করে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘দর্শকের রুচি বদলাচ্ছে। তবে সিনেমা হল মালিক ও বুকিং এজেন্টদের রুচি বদলানো বেশি জরুরি। তারা সিনেমা বলতে গতানুগতিক নাচ-গান-মারামারিতে ভরপুর গল্পকেই বোঝেন। পাঁচ বছর আগেও আমাদের দেশে সিনেমা বলতেই ছিল মারামারি আর নাচ-গান। গল্প নিয়ে ভাবাই হতো না। তবে এখন গল্পনির্ভর সিনেমা হচ্ছে। বেঙ্গল বিউটিও একটি গল্পপ্রধান ছবি। যারা দেখবেন ভালো লাগবেই। সবাই হলে গিয়ে ছবিটি দেখবেন, অন্যকেও বলবেন।”
 
চলচ্চিত্রটির নায়িকা ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া বলেন, “অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ‘বেঙলি বিউটি’ মুক্তি পাছে এটাই আনন্দের। অনেক স্বপ্ন নিয়ে এই ছবিতে কাজ করেছি। দর্শকরা ছবিটি দেখে উপভোগ করলেই সেই স্বপ্ন পূরণ হবে। আপনারা সবাই হলে গিয়ে ছবিটি দেখুন।”
টয়া-রাশান ছাড়াও ‘বেঙ্গলি বিউটি’তে অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, সারা আলম, আশফাক রেজওয়ান, নেইলি আজাদ প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন রাফি তামজিদ।