বগুড়ায় নাতীর বিয়েতে যাওয়ার পথে লাশ হলো দাদা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ জুলাই ২০১৯ ০৮:৪৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৮ বার।

বগুড়ার শাজাহানপুরে নাতীর বিয়েতে যাওয়ার পথে ট্রাক চাপায় নিহত হয়েছেন বরের দাদা স্বপন চন্দ্র মালী (৫৬)। তিনি শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের হরিণ গাড়ি (টেঙ্গামাগুর) গ্রামের জীতেন্দ্রনাথের ছেলে। শুক্রবার রাত ৯টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে উপজেলার সাজাপুর এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, শাজাহানপুর উপজেলার ডুমুর গ্রাম থেকে একটি বাস বর ও বরযাত্রী নিয়ে ধুনট উপজেলায় কনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। রাত ৯টার দিকে বর যাত্রীবাহী বাসটি গ্যাস নেয়ার জন্য মহাসড়কের পার্শ্বে টিএমএসএস সিএনজি স্টেশনে অপেক্ষা করছিল। এ সময় বর এর দাদা তথা বরকর্তা স্বপন চন্দ্র মালি মহাসড়ক পার হয়ে প্রস্রাব করতে যান। ফেরার পথে মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই স্বপন চন্দ্র মালি মারা যান। এই ঘটনার পর বরসহ বরযাত্রীরা বিয়ে বাড়িতে না গিয়ে মরদেহ নিয়ে বাড়ি ফিরেন।

নিহত স্বপন চন্দ্রের ভাতিজা সবুজ চন্দ্র মালি কে বলেন, 'দুর্ঘটনার কারণে মুহূর্তের মধ্যেই বিয়ের আনন্দ বিষাদে পরিণত হয়।'

শাজাহানপুর থানার এসআই সুশান্ত কুমার কে বলেন, 'ঘাতক ট্রাক আটক করা যায়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'