শিশু নির্যাতন ও ধর্ষণের বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ জুলাই ২০১৯ ১১:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৪ বার।

সারাদেশে শিশু নির্যাতন ও শিশু ধর্ষণের বিচার দাবিতে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শনিবার সকালে বগুড়া শিশু-কিশোর সাংস্কৃতিক ফোরাম এই কর্মসূচির আয়োজন করে।

বেলা ১১টার দিকে শহরের ঐতিহাসিক সাতমাথা চত্ত্বরে মানববন্ধন কর্মসূচি শুরু করে শিশুরা।

মানববন্ধন চলাকালে আয়োজিত সমাবেশ বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, জিয়াউল হক বাবলা, মনোয়ারুল ইসলাম।

বক্তারা বলেন, প্রতিনিয়ত শিশুরা নির্যাতন ও ধর্ষণের শিকার হচ্ছে। কিন্তু সব অপরাধের বিচার পাবার ক্ষেত্রে ঘটছে দীর্ঘসূত্রতা। এতে দিন দিন শিশু ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত এবং নিপীড়কদের বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।