ধোনির কৌশল ফাঁস করলেন সাইফউদ্দিন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০১৯ ১২:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৭ বার।

ব্যাটসম্যানকে কাবু করতে উইকেটের পেছন মহেন্দ্র সিং ধোনি যে বোলারদের কৌশল বাতলে দেন, এটা সবার জানা। কিন্তু ধোনির ইঙ্গিত কি আর ধরতে পারেন ব্যাটসম্যানরা? এবারের বিশ্বকাপে ভারতের বিপক্ষে ব্যাট হাতে দারুণ সফল ছিলেন বাংলাদেশের তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সেদিন ধোনি কৌশল ধরে ফেলেছিলেন তিনি। কি কৌশল, ফাঁস করলেন সেটিও।

এবারের বিশ্বকাপে বাংলাদেশের তরুণ তারকাদের মধ্যে আলো ছড়িয়েছেন যারা, তাদের অন্যতম সাইফউদ্দিন। ভারতের বিপক্ষে বাংলাদেশ শেষ পর্যন্ত হারলেও তার ব্যাটিং ছিল প্রশংসনীয়। ৩৮ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলেন তিনি। ৩১৫ রান তাড়া করে টাইগাররা ২৮ রানে ম্যাচটা হারে। তবে সাইফউদ্দিন থেকে যান তারা হয়েই ।খবর দেশ রুপান্তর অনলাইন

এ ছাড়া বল হাতেও আসরে সাফল্য দেখিয়েছেন। ৭ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে তার নাম।

ভারতের বিপক্ষে ম্যাচে সেই সাইফউদ্দিনের একটি স্বপ্ন পূরণ হয়। সেটি মহেন্দ্র সিং ধোনির সঙ্গে খেলা। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে একান্ত সাক্ষাৎকারে সাইফউদ্দিন বলেন, ‘‘ধোনি কেন অধিনায়ক হিসেবে এত সফল, তা জানার চেষ্টা করতাম ছোট থেকেই। বুঝতাম, উইকেটের পেছনে দাঁড়িয়ে আঙুল ও হাতের মাধ্যমে বোলারকে কিছু একটা নির্দেশ দেয়। ভারতের বিরুদ্ধে ব্যাট করার সময় প্রত্যেক বলের আগে এক বার ধোনির দিকে তাকাতাম। লক্ষ্য করতাম হাত দিয়ে ঠিক কী ইশারা করে!’’

নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেও মহেন্দ্র সিং ধোনি মাঠে থাকলে তিনিই অঘোষিত অধিনায়ক। উইকেটের পেছন থেকে ফিল্ডিং পজিশন থেকে শুরু করে, বোলারদের দিক নির্দেশনা দেওয়া সবই করে থাকেন ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। বলা হয়ে থাকে, ক্রিকেটটা মস্তিষ্ক দিয়ে খেলেন এই বর্ষীয়ান উইকেটরক্ষক ব্যাটসম্যান।

কিছু কি সেদিন ধরতে পেরেছিলেন সাইফউদ্দিন? এমন প্রশ্নের উত্তরে নবীন এই তারকা বলেন, ‘‘অবশ্যই। হার্দিক পান্ডিয়া বল করার সময় ধোনিকে দেখছিলাম বারবার বুকে হাত দিচ্ছে। তার পরের বলটিই বাউন্সার করছে হার্দিক। তখনই বুঝলাম, এটা বাউন্সারের নির্দেশ। কখনো দেখছিলাম জসপ্রিত বুমরাকে পায়ের দিকে আঙুল দেখাচ্ছে। পরের বলেই ইয়র্কার ধেয়ে আসছে। এ ভাবেই একাধিক ইঙ্গিত দিয়ে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করার চেষ্টা করে ধোনি।’’