বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পর্শে দুই থাই মিস্ত্রি নিহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০১৯ ১২:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪২ বার।

বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পর্শে দুই থাই মিস্ত্রি নিহত হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে পৌরশহরের স্যানালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার খানপুর ইউনিয়নের খাগা গ্রামের (আশ্রমপাড়া) চান্দু সরকারের ছেলে রবিউল ইসলাম (৩২) ও কুসুম্বী ইউনিয়নের বাগড়া চকপোতা গ্রামের আব্দুল সালামের ছেলে শাহ আলম (২৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, পৌরশহরের স্যানালপাড়ার ইমরুল হোসেনের বাসায় থাই লাগানোর কাজ হচ্ছিল। ঘটনার সময় থাই মিস্ত্রি রবিউল ও শাহ আলম ওই বাসায় থাইয়ের পাইপ লাগানোর সময় হঠাৎ করেই বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। এর মধ্যে রবিউলকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর শাহ আলমকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম জানান, ওই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা নেয়া হবে।