শিশুর ধর্ষককে ইনজেকশনে নপুংসক করার আইন ইউক্রেনে

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০১৯ ১৩:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৮ বার।

আলাবামার পর এবার ইউক্রেন সরকার ব্যতিক্রমী এক আইন পাশ করেছে। শিশুর ধর্ষককে এখন থেকে সেদেশে ইনজেকশন দিয়ে নপুংসক করা হবে।

দেশটির সংবাদ সংস্থা ইউক্রিনফর্ম জানিয়েছে, ১৮ থেকে ৬৫ বছর বয়সী ধর্ষক কিংবা যৌন নিপীড়নকারীদের ইনজেকশন দিয়ে যৌনক্ষমতা নষ্ট করে দেওয়া হবে।

জুনে যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যে একই ধরনের আইন পাশ হয়। সেখানে ১৩ বছরের কম বয়সী শিশুকে ধর্ষণ করলে এই শাস্তির আওতায় পড়ে একজন অপরাধী।

নপুংসক করতে ওষুধ প্রয়োগের বিষয়টি পরিচালনা করে রাজ্যটির ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ। ওষুধ প্রয়োগের দিনগুলোতে যতদিন অপরাধী নপুংসক না হবেন, ততদিন ব্যয়ভার ওই ব্যক্তিকে বহন করতে হয়। আদালত থেকে নপুংসক হওয়ার ঘোষণা আসলেই ওষুধ দেওয়া থামানো হবে।

আইনে বলা হয়েছে, একজন বিচারক এবং একজন চিকিৎসক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে অপরাধীকে অবহিত করবেন। যেকোনো সময় তিনি ওষুধ গ্রহণ বন্ধ করতে পারবেন, তবে সেটি করতে চাইলে তাকে কারাগারে থেকে যেতে হবে। প্যারোল মিলবে না।